VLC Player দিয়ে কিভাবে ভিডিও ক্লিপ কাটতে হয়? টিউন করেছেন : niloyfnn | প্রকাশিত হয়েছে : 21 May, 2012 on 12:48 am | 1,504 বার দেখা হয়েছে | 37 Ads by Techtunes - tAds অনেকেই হয়তো জানেন কিবাভে ভিডিও ক্লিপ কাটতে হয়, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি এইটা খুবই সহজ। প্রথমে আপনাকে VLC এর নতুন ভার্সন ডাউনলোড করতে হবে এরপর আপনি প্লেয়ারটি ওপেন করে নিচের মত করে advance option সিলেক্ট করুন এরপর আপনি কিছু অতিরিক্ত আইকন দেখতে পাবেন।প্রথম লাল বাটনটি হলো রেকর্ড বাটন। এবার একটি ভিডিও ফাইল ওপেন করেন ।তারপর রেকর্ড বাটন চাপেন ,ব্যাস শুরু হয়ে গেল যেখানে শেষ করতে চান ওখানে গিয়ে আবার একই বাটন চাপেন। আর এই রেকর্ড ক্লিপটি পাবেন,My documents\vedio|VLC record VLC এর নিঊ ভার্সন এর জন্য ক্লিক করুন এইখানে http://www.filehippo.com/download_vlc/ । প্রিয় টিউনসে যুক্ত কর নির্বাচিতটিউন মনোনয়ন 2 বিভাগ : কম্পিউটিং ট্যাগ : Software , আমার টিউন্স , টিপস এন্ড ট্রিকস , ট্রিক্স...
Popular posts from this blog
আইফোনের সঙ্গে নতুন এয়ারফোন! (ভিডিও) প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, চলতি মাসেই অ্যাপল নতুন সংস্করণের আইফোনের ঘোষণা দিতে পারে। ‘আইফোন ৫’ নামের নতুন সংস্করণটির সঙ্গে নতুন নকশার এয়ারফোনও বাজারে আনতে পারে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। অ্যাপলের তৈরি নতুন এয়ারফোনের খবর প্রকাশ করেছে ‘টিয়েনহট’ নামের ভিয়েতনামের প্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটে অ্যাপলের সম্ভাব্য এই এয়ারফোনটির ছবিও প্রকাশিত হয়েছে। টিয়েনহটের তথ্য অনুসারে, ২০০৮ সালে এয়ারফোনে সর্বশেষ পরিবর্তন এনেছিল অ্যাপল। আইফোন ৫-এর সঙ্গে নতুন যে এয়ারফোন বাজারে আসবে তা তৈরি হচ্ছে ভিয়েতনামের ফক্সকন প্লান্টে। এয়ারফোনের সঙ্গে থাকা তারটিতে লেখা রয়েছে, ‘অ্যাপলের নকশা করা, ভিয়েতনামে বিভিন্ন অংশ জোড়া দেওয়া’। সাদা রঙের এই এয়ারফোন এমনভাবে নকশা করা হয়েছে যাতে তা ব্যবহার বান্ধব হয়।
Comments
Post a Comment