Posts

Showing posts from April, 2013
Image
ফেসবুক সৃষ্টির ইতিহাস ও অনেক অজানা তথ্য ফেসবুক ডট কম। কে না চিনে? যে ফেসবুক চিনে না সে কোনদিন এই লেখা পর্যন্ত পৌঁছাতে পারবেনা বলে আমার ধারনা। যাই হোক, ফেসবুক হলো সোশিয়াল নেটওয়ার্ক জায়ান্ট। নয় গুগল পেজ র‍্যাঙ্ক নিয়ে এলেক্সা ডট কমের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ২য় বৃহত্তম সাইট। মাঝ খান দিয়ে একবার অনেক দিন বিশ্বের এক নাম্বার সাইট ছিলো। ফেসবুক প্রথম পাতা ফেবুকের ইতিহাস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তবে আজকে একটু গভীরভাবে জানবো। ১৯৮৪ সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া কম্পিউটার প্রোগ্রামার মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে। ২০০৪ হলো ফেবুকের প্রতিষ্ঠা সাল। আমরা তার একটু আগে ফিরে যাবো। মার্ক জুকারবার্গ ও ফেসবুক ২০০৩ সালের ২৮ অক্টোবর মার্ক এলিয়ট জুকারবার্গ ফেসম্যাশ ডট কম নামে একটি সাইট প্রতিষ্ঠা করে। এই ফেসম্যাশ সাইটের কাজ খুব একটা ভালো কিছু ছিলোনা। এই সাইটে দুইটা ছবি পাশাপাশি রাখা হত। এই দুই ছবি থেকে ভিজিটররা কে “হট” আর কে “হট না/নট” তা তুলনা করতো। এই রকমঃ মার্ক জুকারবার্গ খুব ভালো কম্পিউটার প্রোগ্রামার স্কুল থেকেই ছিলেন, মানে
ওয়াই-ফাই কে ডিঙিয়ে ‘লাই-ফাই’ ইন্টারনেট চলবে এখন লাইটের আলোর থেকে। সম্প্রতি জার্মানির গবেষকেরা দ্রুত গতিতে তথ্য স্থানান্তরের নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। তাঁদের দাবি, ‘লাই-ফাই’ নামের তথ্য স্থানান্তর পদ্ধতিতে বর্তমানের ওয়াই-ফাইয়ের তুলনায় শত গুণ দ্রুত গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। বার্লিনের ফ্রানহফার ইনস্টিটিউটের গবেষকেরা জানিয়েছেন, লাইট এমিটিং ডায়োড বা এলইডি ব্যবহার করে প্রতি সেকেন্ডে তাঁরা ৮০০ মেগাবিট গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম হয়েছেন। এ পদ্ধতিতে এলইডি ব্যবহার করে ডিজিটাল তথ্যের সংকেত পাঠানো হয়। একটি লাইট সেন্সর এলইডি থেকে পাঠানো তথ্য শনাক্ত করতে পারে, যা পরে কম্পিউটারে প্রসেসিং করা সম্ভব হয়। গবেষকেরা এ পদ্ধতিটির নাম দিয়েছেন ‘লাই-ফাই’। গবেষকেরা জানিয়েছেন, লাই-ফাই ব্যবহার করে হাই-ডেফিনেশন মানের চলচ্চিত্রও এক মিনিটেই ডাউনলোড করা সম্ভব। আর বাড়ির প্রতিটি বৈদ্যুতিক বাতিকে লাই-ফাই প্রযুক্তির রাউটার হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা স্মার্টফোন ও ট্যাবলেটে তারবিহীন প্রযুক্তির ইন্টারনেট হিসেবে কাজ করতে পারে। জাপানের টো
Team conferencing এর সব সমস্যার আজই শেষ দিন। মাত্র এক ক্লিকেই ডাউনলোড করে নিন সমাধান। "TEAM TALK" - মাত্র ১০.৪১ মেগাবাইট এর এই সফটওয়্যার দিয়ে আপনি খূব সহজে LAN TO LAN VOICE CHAT + TEXT CHAT করতে পারেন। Real time audio and video conversations Public and private instant text messaging File sharing among group members High quality audio codecs with both mono and stereo Push-to-talk and voice activation Record conversations to disk Standalone server for both LAN and Internet environments Private rooms/channels for every group User authentication with accounts Accessibility for visually impaired সফটওয়্যারটি  DOWNLOAD  করে SET UP করে নিন । এরপর START MENU থেকে TEAM TALK 3 SERVICE থেকে TEAM TALK NT SERVICE SELECT করলে একটা COMMAND PROMPT OPEN হবে । এইটা SEQUENTIALLY FILL UP করলে SERVER CREATE হবে। মনে রাখতে হবে LAN এর সব PCতেই SOFT টা INSTALL থাকতে হবে BUT SERVER হবে ১টী PC এবং ঐ PC টা তেই COMMAND PROMPT থেকে SET UP দিতে হবে । এরপর অন্য PC গুলো থেকে শু
Image
ফ্ল্যাশ ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ নিঃসন্দেহে উইন্ডোজ সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আর আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল করি সিডি বা ডিভিডি থেকে। সমস্যা হল আপনার সিডি/ডিভিডি রমে যদি সমস্যা থাকে, যেমন- কাজ না করে, নষ্ট বা সিডি/ডিভিডি ডিস্কে অন্য কোন সমস্যা থাকে, তখন কী করবেন? খুবই চিন্তার বিষয়! এ অবস্থায় আমাদের খুব বিপাকে পড়তে হয়। তবে আপনার কাছে যদি ৪ গিগাবাইট বা এর চেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন একটি ফ্লাস ডিস্ক থাকে তাহলে কোন চিন্তাই নেই। ফ্লাস ডিস্ক হিসেবে আপনি নিতে পারেন পেনড্রাইভ বা মেমোরি কার্ড ইত্যাদি। যাক, এবার কাজের কথায় আসি। এখন কীভাবে সম্ভব? তাই না। দেখুন নিচের ধাপগুলোঃ ১. প্রথমে ৪ গিগাবাইটের একটি ফ্লাসডিস্ক, উইন্ডোজের সিডি/ডিভিডি ও উইনটুফ্লাশ সফটওয়্যার নিন। ২. সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে যান  http://www.wintoflash.com  । ৩. কম্পিউটারে উইন্ডোজের সিডি বা ডিভিডি এবং ফ্লাসডিস্ক প্রবেশ করান। ৪. এবার সফটওয়্যারটি ইন্সটল করে চালু করুন। ৫. WintoFlash Wizard থেকে Windows File Path এ সিডি/ডিভিডি ড্রাইভের ফাইলগুলো দেখিয়ে দিন এবং USB Device এ কম্প
Image
আপনার ব্লগস্পট সাইটে টুইটার আপডেট যুক্ত করুন   টিউন করেছেন :  তৌফিক  | প্রকাশিত হয়েছে : 1 April, 2013 on 7:26 pm | 91 বার দেখা হয়েছে |   1 Ads by Techtunes - tAds ফেসবুকের মতই টুইটার খুব জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম  ফেসবুক তো অনেক ব্যবহার করলাম এবার টুইটারে একটা একাউন্ট খুলে ফেলি।যেই ভাবা সেই কাজ।খুলে ফেললাম।এরপর মাথায় আসল আচ্ছা,টুইটারের টুইটগুলো যদি আমার পার্সোনাল ব্লগ সাইটে একটা গ্যাজেট আকারে দেওয়া যায় তাহলে বেশ ভালো হয়।খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম।কিভাবে আমার টুইটার টুইট ব্লগ সাইটে গ্যাজেট আকারে দিব।খুবই সহজ আপনার কিছুই করতে হবে না যা করার আপনার টুইটার একাউন্টই করে দিবে।  আপনি আপনার টুইটার একাউন্টে লগিন করুন।এখানেঃ   http://www.twitter.com এবার এই লিঙ্কে যানঃ   https://twitter.com/settings/widgets  নিচের ছবির মত একটা পেজ আসবে।আপনার গ্যাজেটের Height সিলেক্ট করে Save as এ ক্লিক করুন।নিচের পিকচারের মার্ক করা স্থানে আপনি কোড পেয়ে যাবেন।এই কোডটুকু কপি করুন। এখন আপনার ব্লগস্পট সাইটে প্রবেশ করুন।Layout অপশনে যান।'