Posts

Showing posts from May, 2013
Image
অর্থ লেনদেন করা যাবে জিমেইলেই অনলাইন ডেস্ক |  তারিখ: ১৮-০৫-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» গুগলের মেইল সেবা ‘জিমেইল’ ব্যবহার করে অনলাইনে অর্থ লেনদেন করা যাবে। যুক্তরাষ্ট্রে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বয়সী জিমেইল ব্যবহারকারীরা অ্যাটাচমেন্ট আকারে অর্থ লেনদেন করতে পারবেন। ১৫ মে গুগলের বার্ষিক সম্মেলনে গুগল ওয়ালেট সেবাটিকে জিমেইলের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট। গুগল জানিয়েছে, জিমেইলের মাধ্যমে অর্থ লেনদেন সুবিধা চালু হলে ব্যবহারকারীদের ব্যাপক বিশ্বাসযোগ্যতা অর্জন করবে গুগল। গুগলের এটি ভালো একটি সম্ভাবনাময় ক্ষেত্র। জিমেইল ব্যবহারকারীরা তাঁদের মেইলের অ্যাটাচমেন্ট অংশে একটি ডলারের চিহ্ন দেখতে পাবেন এবং অন্যকে মেইলের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। এ সেবাটি যুক্তরাষ্ট্রে চালুর ঘোষণা দিলেও অন্যান্য দেশে এটি চালু করার প্রসঙ্গে গুগল এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। মেইলের মাধ্যমে অর্থ লেনদেনের গুগলের এ পদক্ষেপ সম্পর্কে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ই-কমার্স সাইটগুলোর জন্য গুগলের এ সেবাটি সর্বনাশের কারণ হ