বাংলা ফন্ট ডাউনলোডের বিশাল ভান্ডার


অনলাইনে বাংলা ফন্ট ডাউনলোডের বেশ কিছু ওয়েবসাইট আছে। তবে বেশিরভাগ ওয়েবসাইটের শুধু ফন্টের নাম আর ডাউনলোড লিংক থাকে। ফন্টের স্টাইল- অ, আ, ই, ঈ... ক, খ, গ, ঘ...
অক্ষরগুলো কেমন তা দেয়া থাকেনা। এতে সমস্যা যেটা হয় তা হলো- অনেক কষ্টে বেশ কয়েটি ফন্ট ডাউনলোড করে তা কম্পিউটারে ইন্সস্টল করার পর মাত্র একটি বা দুটি ফন্ট কাজে লাগে।

এই সমস্যা সমাধানেই http://www.freebanglafont.com এর সৃষ্টি। এই ওয়েবসাইট এ ফন্ট ডাউনলোড করার পুর্বেই আপনি বুঝতে পারবেন, এই ফন্ট দিয়ে বাংলা লিখলে দেখতে কেমন হবে। আবার এখানে বাংলা ফন্টকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এতে আপনার যেটা সুবিধা হবে তা হলো- স্টাইলিং ফন্টগুলো স্টাইলিং ক্যাটাগরিতে পাবেন, সুশ্রী ফন্ট সুশ্রী ক্যাটাগরিতে পাবেন, নিউজপেপার ফন্ট নিউজপেপার ক্যাটাগরিতে পাবেন। …
তাহলে একবার ঘুরে আসুন আমার http://www.freebanglafont.com ওয়েবসাইট থেকে।
                                     
                                         আমাদের FB পেজ

Comments

Popular posts from this blog