ছোটো মেইনফ্রেম কম্পিউটার বাজারে আনছে আইবিএম

`জিএন্টারপ্রাইজ ইসি১২' নামের ছোটো আকারের ও দ্রুতগতির নতুন মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম। 
মেইনফ্রেম কম্পিউটার বড় ধরনের সংস্থার জন্য বিশাল তথ্য বিশে্লষক যন্ত্র বা সার্ভার হিসেবে কাজ করে। আইবিএম কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মডেলের কম্পিউটারটি আকারে ছোটো তবে প্রসেসরের দিক থেকে শক্তিশালী এবং তথ্য বিশে্লষক যন্ত্র হিসেবে উন্নত মেইনফ্রেম কম্পিউটার।
আইবিএম কর্তৃপক্ষ জানিয়েছে, ৫.৫ গিগাহার্টজ ক্ষমতার মেইনফ্রেম সার্ভারটির মাইক্রোপ্রসেসর তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মাইক্রোচিপ। আইবিএম-এর তৈরি মেইনফ্রেম কম্পিউটারের আগের মডেলটির তুলনায় জিএন্টারপ্রাইজ ইসি১২-এর তথ্য বিশে্লষণের গতি ২৫ শতাংশ বেশি।
আইবিএম কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জিএন্টারপ্রাইজ ইসি১২ মডেলটিতে এমনভাবে নকশা করা হয়েছে যাতে দ্রুত ও নিরাপদভাবে তথ্য বিশে্লষণ করতে পারেন করপোরেট গ্রাহকরা। এই কম্পিউটার তৈরির গবেষণাকাজে খরচ হয়েছে ১০০ কোটি ডলার। 
প্রযুক্তি বিশে্লষকরা জানিয়েছেন, আইবিএম এমন সময়ে মেইনফ্রেম কম্পিউটারের ঘোষণা দিয়েছে যখন করপোরেট প্রতিষ্ঠানগুলো কম্পিউটার নির্ভর সার্ভার ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাজারে আসবে আইবিএমের ,জিএন্টারপ্রাইজ ইসি১২ মডেলের মেইনফ্রেম কম্পিউটারটি। আইবিএমের তৈরি সিলিকন চিপের ওপর নির্ভর করে সাধারণত মেইনফ্রেম কম্পিউটারের দাম নির্ধারিত হয়। আইবিএমের মূল মেইনফ্রেম কম্পিউটারের দাম পড়বে ১০ লাখ ডলার।

Comments

Popular posts from this blog